রাজশাহীর পবা উপজেলার বাগসারা মোড়ে ধান খেত থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। কৃষকরা গতকাল সকালে মাঠে কাজ করতে গিয়ে লাশটি দেখে থানায় খবর দেন। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি। পবা থানার ওসি মনিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। লাশের পরিচয় ও ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। স্থানীয়রা জানান, ওই নারীর শরীরে কোনো কাপড় ছিল না। স্থানীয়দের ধারণা, তাকে ধর্ষণের পর খুন করা হয়েছে। ওসি আরও জানান, সিআইডি আলামত সংগ্রহ করছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে রংপুরের পীরগঞ্জ উপজেলায় নিজ ঘর থেকে আকলিমা বেগম (৭০) নামে এক বৃদ্ধার গলা কাটা লাশ গতকাল উদ্ধার করেছে পুলিশ। আকলিমা বড়মজিদপুর গ্রামের হাকিমুদ্দিন মণ্ডলের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আকলিমা তার ঘরে একাই থাকতেন। তার স্বামী থাকেন অন্য ঘরে। শুক্রবার রাতে স্বামী হাকিমুদ্দিন স্ত্রীর ঘরে এসে আকলিমার গলা কাটা লাশ দেখে চিৎকার করেন। আশপাশের লোকজন এসে থানায় জানালে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।