ট্রেন চালুর দাবিতে গোপালগঞ্জ ও পাবনায় এবং যাত্রাবিরতির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর- গোপালগঞ্জ : গোপালগঞ্জ-ঢাকা এবং ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচলের দাবিতে মানববন্ধন করেছেন জেলার বাসিন্দারা। গতকাল সকালে গোপালগঞ্জ রেল স্টেশনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে গোপালগঞ্জবাসীর দাবি এ রুটে অন্তত একটি যাত্রীবাহী ট্রেন চালু করা হোক। এতে আশপাশের জেলার বেশ কয়েকটি উপজেলার মানুষ উপকৃত হবেন। এর আগে জেলা প্রশাসক এ বিষয়ে রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি চিঠি দিয়েছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা ফাওজুল কবির, জামিল আহামেদ, লুৎফর রহমান মোল্লা, গোলাম রছুল প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে একটি স্পেশাল ট্রেন চালুসহ চট্টগ্রাম-ময়মনসিংহ রেলপথে চলাচলকারী আন্তনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রা-বিরতির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে জেলা নাগরিক ফোরামের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে বক্তৃতা করেন- বীর মুক্তিযোদ্ধা ওয়াছেল সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ, অ্যাডভোকেট আবদুন নূর প্রমুখ। পাবনা : পাবনাবাসীর বহুল প্রত্যাশিত ঢাকা-পাবনা সরাসরি ট্রেন সার্ভিস চলতি বছরের মধ্যে চালু না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পাবনা প্রেস ক্লাবে গতকাল ‘শেকড় পাবনা ফাউন্ডেশন’ আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
প্রেস ক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার, শেকড় পাবনা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. মোস্তাফিজুর রহমান, সহসভাপতি মাসুদ খান, নির্বাহী সদস্য কামরুজ্জামান সোহেল, ইরফান কাদের চৌধুরী, তাজুল ইসলাম, ড. ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।