Apple আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের নতুন iPad Pro M5। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এটি এখন পর্যন্ত সবচেয়ে উন্নত iPad অভিজ্ঞতা দেবে। বুধবার উন্মোচনের সময় অ্যাপলের প্রধান জন টারনাস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং) বলেন, M5 চিপ ব্যবহার করে এই নতুন iPad Pro-তে “অসাধারণ সৃজনশীলতা ও উৎপাদনশীলতা” সম্ভব হয়েছে।
নতুন iPad Pro কেবল দ্রুত কৃত্রিম বুদ্ধিমত্তা কার্যক্ষমতা, উন্নত গ্রাফিক্স এবং অত্যাধুনিক তারবিহীন সংযোগই দেয় না, এটি iPad-এর নতুন অপারেটিং সিস্টেমে পুরোপুরি অভিজ্ঞতা উন্নত করে।
ডিজাইনের ক্ষেত্রে এটি অত্যন্ত পাতলা এবং হালকা। ১১ ইঞ্চির মডেলের বেধ মাত্র ৫.৩ মিমি এবং ১৩ ইঞ্চির মডেলের ৫.১ মিমি। দুই মডেলেই আছে উন্নত পর্দা প্রযুক্তি, যা উজ্জ্বল রঙ এবং মসৃণ প্রতিক্রিয়া নিশ্চিত করে। স্ক্রিনের রিফ্রেশ হার ১২০ হার্জ এবং বিশেষ মোডে সর্বোচ্চ ১,৬০০ নিট উজ্জ্বলতা পাওয়া যায়।
পারফরম্যান্সের দিক থেকে M5 চিপে ১০টি কেন্দ্রীয় প্রক্রিয়াকেন্দ্র রয়েছে — যার মধ্যে ৪টি পারফরম্যান্স কোর এবং ৬টি দক্ষতা কোর। Apple জানিয়েছে, এটি পূর্ববর্তী মডেলের তুলনায় তিন-মাত্রিক চিত্র প্রদর্শনে ১.৫ গুণ দ্রুত। গ্রাফিক্স প্রক্রিয়াকেন্দ্রও ১০-কোর এবং ১৬-কোর কৃত্রিম বুদ্ধিমত্তা প্রক্রিয়াকেন্দ্র AI কার্যক্ষমতা ৩.৫ গুণ বৃদ্ধি করেছে। র্যাম ১২ গিগাবাইট পর্যন্ত এবং স্টোরেজ ২৫৬ থেকে ৫১২ গিগাবাইট পর্যন্ত নেওয়া যাবে।
নতুন iPad Pro দ্রুত চার্জিং সমর্থন করে, যা ৬০ ওয়াট পর্যন্ত চার্জ দিতে পারে এবং মাত্র ৩০ মিনিটে ৫০ শতাংশ ব্যাটারি পূর্ণ করা সম্ভব। সফটওয়্যারে রয়েছে নতুন ইন্টারফেস “তরল কাচ”, উন্নত উইন্ডো ব্যবস্থাপনা, নতুন মেনু এবং ফাইল ব্যবস্থাপনার সরঞ্জাম। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা ও নথি প্রদর্শনের অ্যাপও পুনর্নির্মাণ করা হয়েছে।
সংযোগ ব্যবস্থার ক্ষেত্রেও উন্নতি হয়েছে। সেলুলার মডেলগুলোতে নতুন মোডেমের মাধ্যমে আগের তুলনায় ৩০ শতাংশ দ্রুত এবং কম শক্তি খরচ হয়। এছাড়া নতুন চিপ দ্বারা ওয়্যারলেস সংযোগ, ব্লুটুথ এবং থ্রেড সংযোগও আরও উন্নত হয়েছে।
নতুন iPad Pro-এর পূর্ব-অর্ডার শুরু হয়েছে, এবং ডেলিভারি শুরু হবে ২২ অক্টোবর থেকে। দাম শুরু হচ্ছে ১১ ইঞ্চি মডেলের জন্য ৯৯৯ ডলার এবং সেলুলার মডেলের জন্য ১,১৯৯ ডলার। ১৩ ইঞ্চির মডেলের দাম শুরু ১,২৯৯ ডলার Wi-Fi মডেলের জন্য এবং ১,৪৯৯ ডলার সেলুলার মডেলের জন্য।
বিডি প্রতিদিন/আশিক