একটি সাধারণ আইফোনের মাধ্যমে লন্ডন থেকে চীনে ৪০ হাজার চুরি যাওয়া মোবাইল ফোন পাচারের রহস্য উন্মোচিত হয়েছে। ব্রিটিশ পুলিশ জানিয়েছে, তারা এমন এক আন্তর্জাতিক চক্র ভেঙে দিয়েছে, যা গত এক বছরে যুক্তরাজ্য থেকে বিপুল পরিমাণ ফোন চুরি ও পাচার করেছে।
অভিযানের সূচনা
গত বছর এক ভুক্তভোগী তাঁর চুরি যাওয়া ফোনের অবস্থান চিহ্নিত করার পর তদন্ত শুরু হয়। গোয়েন্দা পরিদর্শক মার্ক গ্যাভিন বলেন, ‘বড়দিনের আগে একজন ভুক্তভোগী তার ফোন হিথরো বিমানবন্দরের কাছে একটি গুদামে খুঁজে পান। সেখানে তিনি দেখেন, ফোনটি একটি বাক্সের মধ্যে রাখা, যার ভেতরে আরও ৮৯৪টি ফোন ছিল।’
অভিযান ও ফলাফল
মেট্রোপলিটন পুলিশ এটিকে ফোন চুরি রোধে যুক্তরাজ্যের “সবচেয়ে বড় অভিযান” হিসেবে ঘোষণা করেছে। অভিযানে ১৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ২ হাজারের বেশি চুরি যাওয়া ডিভাইস উদ্ধার করা হয়েছে।
পুলিশের ধারণা, চক্রটি লন্ডনে চুরি হওয়া মোট ফোনের প্রায় অর্ধেক বিদেশে পাচারের জন্য দায়ী। ফোনগুলো হংকংয়ে পাঠানোর উদ্দেশ্যে রাখা হয়েছিল। পুলিশের বডিক্যামের ফুটেজে দেখা যায়, কর্মকর্তারা টেজার বন্দুকসহ একটি গাড়ি থামিয়ে ফোনগুলো উদ্ধার করেছেন।
সন্দেহভাজন ও অভিযোগ
চক্রের মূল দুই সদস্য আফগান বংশোদ্ভূত, বয়স ৩০-এর কোঠায়। তাঁদের বিরুদ্ধে চুরি যাওয়া জিনিস গ্রহণ এবং অপরাধমূলক সম্পত্তি গোপন বা পাচারের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। অভিযানকালে গাড়ি থেকে কয়েক ডজন ফোন উদ্ধার করা হয়। এছাড়া বিভিন্ন সম্পত্তি থেকে আরও প্রায় ২ হাজার ডিভাইস পাওয়া যায়। পরে একই অভিযোগে ২৯ বছর বয়সী ভারতীয় নাগরিকও অভিযুক্ত হন।
পরিদর্শক গ্যাভিন বলেন, ‘একটি ফোনের চালান খুঁজে পাওয়ার মাধ্যমে পুরো আন্তর্জাতিক চক্রটি উন্মোচিত হলো। আমাদের বিশ্বাস, লন্ডনে চুরি হওয়া মোট ফোনের ৪০ শতাংশ বিদেশে পাচারের জন্য চক্রটি দায়ী।’
বিডি প্রতিদিন/আশিক