ইন্সটাগ্রাম এখন শুধু ছবি বা ভিডিও শেয়ার করার প্ল্যাটফর্ম নয়—এটি অনুপ্রেরণা, বিনোদন ও সৃজনশীলতার এক বিশাল জগৎ। অনেক সময় এমন কিছু স্টোরি বা রিলস দেখা যায়, যা পরে আবার দেখতে ইচ্ছে করে। কিন্তু ইন্সটাগ্রাম সরাসরি অন্যের কনটেন্ট ডাউনলোড করার অনুমতি দেয় না, কারণ সেটি কপিরাইট এবং গোপনীয়তার নিয়মের আওতায় পড়ে।
তবে আপনি চাইলে নিজের তৈরি কনটেন্ট অথবা যার মালিক অনুমতি দিয়েছেন এমন ভিডিও নিরাপদ ও বৈধভাবে সংরক্ষণ করতে পারেন। নিচে জানুন কিভাবে—
নিজের স্টোরি ও রিলস সংরক্ষণ করার উপায়
১. স্টোরি সেভ করুন:
ইন্সটাগ্রাম অ্যাপে যান এবং আপনার প্রোফাইলের “Archive” সেকশনে প্রবেশ করুন।
যেকোনো পুরনো স্টোরি খুলে “Save Photo/Video” বা “Save Story” বাটনে চাপ দিন।
এটি সরাসরি আপনার ফোনের গ্যালারিতে বা ইন্সটাগ্রামের “Saved” ফোল্ডারে সংরক্ষিত হবে।
২. রিলস সেভ করুন:
আপনি যখন কোনো রিল তৈরি করছেন, পোস্ট করার আগে নিচের দিকে থাকা “Download” আইকনে চাপ দিন।
যদি রিলটি আগে থেকেই পোস্ট করা থাকে, তাহলে “…” (তিন ডট) মেনু থেকে Download/Save to device বেছে নিতে পারেন (এই অপশনটি কেবল নিজের কনটেন্টের ক্ষেত্রে প্রযোজ্য)।
৩. ‘Save’ ফিচার ব্যবহার করুন:
অন্যের কোনো স্টোরি বা রিলস ভালো লাগলে সেটি নিজের সংগ্রহে রাখতে পারেন।
ভিডিওর নিচে থাকা Save আইকনে চাপ দিন।
পরে প্রোফাইলের Saved সেকশনে গিয়ে সেগুলো অফলাইনে না হলেও দেখতে পারবেন।
অনুমতিসহ অন্যের কনটেন্ট সংরক্ষণ
যদি বন্ধুর বা প্রিয় ক্রিয়েটরের কোনো ভিডিও সংরক্ষণ করতে চান, আগে তাদের অনুমতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুমতি পেলে নিচের বৈধ উপায়গুলো ব্যবহার করতে পারেন—
Instagram “Download your information” ফিচার:
সেটিংসে গিয়ে “Your Activity → Download your information” সেকশনে প্রবেশ করুন। এখান থেকে আপনার অনুমতিপ্রাপ্ত ভিডিও বা মিডিয়া ডাউনলোড করা সম্ভব।
স্ক্রিন রেকর্ডিং (অনুমতিসাপেক্ষে):
আপনার ডিভাইসের ইন-বিল্ট স্ক্রিন রেকর্ডিং ফিচার ব্যবহার করে ভিডিও রেকর্ড করা যেতে পারে, যদি কনটেন্ট নির্মাতা অনুমতি দেন।
কেন অনুমতি ও নীতিমালা গুরুত্বপূর্ণ
ইন্সটাগ্রাম কনটেন্ট সাধারণত কপিরাইট সুরক্ষার আওতায় থাকে। অন্যের ভিডিও অনুমতি ছাড়া ডাউনলোড বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে অপরাধ হতে পারে। তাই কনটেন্ট সেভ বা শেয়ার করার আগে—
কনটেন্ট নির্মাতার অনুমতি নিন, ব্যবহার করুন ইন্সটাগ্রামের বৈধ ফিচার, এবং গোপনীয়তা ও কপিরাইট নীতিমালা মেনে চলুন।
ইন্সটাগ্রাম স্টোরি ও রিলস সংরক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে প্রিয় মুহূর্ত বা গুরুত্বপূর্ণ কনটেন্টকে সহজে ফিরে দেখা। তবে তা করতে হবে নিরাপদ ও নীতিসম্মতভাবে। নিজের তৈরি বা অনুমতিপ্রাপ্ত ভিডিওগুলো সেভ করলে কনটেন্ট মালিকানা ও গোপনীয়তা—দুটিই রক্ষা পায়।
বিডি প্রতিদিন/হিমেল