যুক্তরাষ্ট্রে অভিবাসন ও কাস্টমস প্রয়োগকারী সংস্থা (আইস ) এর এজেন্টদের গতিবিধি গোপনে জানাতে ব্যবহার করা কয়েকটি জনপ্রিয় অ্যাপ অ্যাপলের অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দেশজুড়ে অবৈধ অভিবাসীদের ধরপাকড় বাড়ায় এসব অ্যাপ অনেক জনপ্রিয় হয়ে উঠেছিল। তবে ট্রাম্প প্রশাসনের দাবি, এসব অ্যাপ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছিল।
গত মাসে টেক্সাসে আইসের একটি স্থাপনায় গুলির ঘটনায় দুই বন্দি নিহত ও একজন আহত হন। অভিযোগ ওঠে, হামলাকারী ওই অ্যাপ ব্যবহার করেছিলেন হামলার আগে। এরপর থেকেই অ্যাপগুলো নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানান, বিচার বিভাগ সরাসরি অ্যাপলকে এসব অ্যাপ সরানোর অনুরোধ করে। অনুরোধ পাওয়ার পরই অ্যাপল দ্রুত আইসব্লকসহ অনুরূপ সব অ্যাপ অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেয়।অ্যাপল এনবিসি নিউজকে জানায়, আইনশৃঙ্খলা বাহিনী যে নিরাপত্তা ঝুঁকির তথ্য দিয়েছে তার ভিত্তিতেই তারা এসব অ্যাপ সরিয়েছে। যুক্তরাষ্ট্রজুড়ে আইসের কার্যক্রম চলাকালে বহুবার বিক্ষোভ হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল