মেটা মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম এবার ব্যবহারকারীদের হাতে আরও বেশি নিয়ন্ত্রণ দিতে যাচ্ছে। প্ল্যাটফর্মটি একটি নতুন ফিচার পরীক্ষা করছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা নিজের পছন্দ ও অপছন্দের বিষয় অনুযায়ী রিলস কনটেন্ট সাজাতে পারবেন।
ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি এক ঘোষণায় জানিয়েছেন, ‘আমরা ইনস্টাগ্রামে একটি নতুন ফিচার পরীক্ষা করছি, যেখানে ব্যবহারকারীরা নিজেদের আগ্রহ অনুযায়ী অ্যালগরিদম টিউন করতে পারবেন। যেসব বিষয়ে আগ্রহ আছে, সেগুলো যোগ করা যাবে, আর যেগুলো পছন্দ নয়, সেগুলো সরিয়ে ফেলা যাবে।’
এই ফিচার চালু হলে ব্যবহারকারীরা আর প্ল্যাটফর্মের সুপারিশকৃত কনটেন্টে নির্ভর করতে হবে না। বরং তারা নিজের মতো করে রিলস ফিড কাস্টমাইজ করতে পারবেন। এতে কনটেন্ট সাজানোর প্রক্রিয়া আরও স্বচ্ছ, নির্ভুল ও ব্যবহারবান্ধব হবে বলে আশা করছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে এই ফিচারটি রিলস বিভাগে চালু করা হবে। পরীক্ষামূলকভাবে ইতোমধ্যেই নির্বাচিত কিছু অঞ্চলে এটি ব্যবহার করা যাচ্ছে।
বিডি প্রতিদিন/এমআই