আবুধাবি টি-টেন লিগে দল পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাইফ হাসান ও নাহিদ রানা। এর মধ্যে ব্যাটার সাইফকে অ্যাসপিন স্ট্যালিয়ন্স ও পেসার নাহিদ রানাকে দলে ভিড়িয়েছে ভিস্তা রাইডার্স।
শনিবার টুর্নামেন্ট উপলক্ষে হওয়া ড্রাফট থেকে দল পেয়ছেন তারা।
বাংলাদেশের এই দুই ক্রিকেটার ছাড়াও টি-টেনে খেলবেন সাকিব আল হাসান। তিনি কয়েকদিন আগেই সরাসরি চুক্তিতে দল পেয়েছেন। রয়্যাল চ্যাম্পসে খেলবেন তিনি।
এশিয়া কাপ থেকে ক্যারিয়ারের নতুন শুরু পেয়েছেন সাইফ। ধারাবাহিক পারফরম্যান্স করে যাচ্ছেন নিয়মিতই। নজর কেড়েছে তার দৃষ্টিনন্দন ব্যাটিং। ম্যাচগুলোও খেলেছেন আবার সংযুক্ত আরব আমিরাতের মাঠে।
এ কারণেই সেখানকার ফ্র্যাঞ্চাইজিগুলোর নজরে এসেছেন তিনি। আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ৮২ রান করেছেন সাইফ।
অন্যদিকে, জাতীয় দলে বর্তমানে কিছুটা অনিয়মিত আর পারফর্ম ভালো না হলেও গতি দিয়ে আগেই নাম কুড়িয়েছেন নাহিদ। পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) খেলার অভিজ্ঞতা আছে।
প্রসঙ্গত, আগামী ১৮ নভেম্বর পর্দা উঠবে টি-টেন লিগের আসন্ন আসরের।
বিডি প্রতিদিন/এমআই