গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজারে এ লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণের মাধ্যমে জনগণের মাঝে বিএনপির রাজনৈতিক লক্ষ্য, অঙ্গীকার ও কর্মসূচি তুলে ধরা হয়।
এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া মণ্ডল ও কামারদহ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলতাফ হোসেন পাতা। এতে আরও উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা সমবায় দলের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, গোবিন্দগঞ্জ পৌর শাখা সমবায় দলের সভাপতি রেজভী পাটান, বিএনপি নেতা পারভেজ মণ্ডল ও গোবিন্দগঞ্জ উপজেলা জাসাসের সদস্য রাজিব সরকারসহ অন্যান্য নেতাকর্মী।
বিডি প্রতিদিন/এএম