চট্টগ্রাম ও জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ও গতকাল দুপুরে এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
চট্টগ্রাম : লোহাগাড়া উপজেলার পুরাতন বিওসি এলাকায় অজ্ঞাত বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, সোহেল (২৫) ও আবু বক্কর সিদ্দিক (১৪)। এর মধ্যে সোহেলের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম ও আবু বক্কর ফটিকছড়ি উপজেলায়। দোহাজারী হাইওয়ে পুলিশের এসআই রুহুল আমিন জানান, সোহেল ও আবু বক্কর চট্টগ্রাম নগরী থেকে কক্সবাজারে চকরিয়া উপজেলায় যাচ্ছিলেন। সোহেল মোটরসাইকেল চালাচ্ছিলেন। রাতের অন্ধকারে বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে দুজন মহাসড়কের পাশে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে পরিবারে হস্তান্তর করা হয়েছে।
জয়পুরহাট : জয়পুরহাটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নাসির হোসেন (৫৮) নামে এক আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে ক্ষেতলাল উপজেলার কামারগাড়ী এলাকায় জয়পুরহাট-ক্ষেতলাল সড়কে এ দুর্ঘটনা ঘটে। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। নাসির ক্ষেতলাল উপজেলার তিলাবদুল মুন্সি পাড়া গ্রামের আবদুল বারীর ছেলে।