সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড়-১ আসন। এটি জাতীয় সংসদে ৩০০ আসনের মধ্যে ১ নম্বর। ত্রয়োদশ সংসদ নির্বাচনে এ আসনে বিএনপি থেকে একমাত্র মনোনয়নপ্রত্যাশী দলটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির। জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা আমির ইকবাল হোসাইন। বিভিন্ন কর্মসূচিতে মাঠে তৎপর রয়েছেন এনসিপির সারজিস আলম। তবে তিনি এ আসনে প্রার্থী হবেন কি না এখনো কিছু বলেননি। এ ছাড়া বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সহসভাপতি কারি মোহাম্মদ আবদুল্লাহ, গণসংহতি আন্দোলনের জেলা আহ্বায়ক সাজেদুর রহমান সাজু, গণঅধিকার পরিষদের সাবেক জেলা আহ্বায়ক মাহাফুজার রহমান, খেলাফত মজলিসের জেলা সভাপতি মীর মোর্শেদ তুহিন ভোটযুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন।
নওশাদ জমির বলেন, ‘দলীয় মনোনয়ন পেলে এ আসন থেকে নির্বাচন করব। শুধু নির্বাচন নয়, এ আসনের মানুষের সঙ্গে দীর্ঘকাল ধরে আমরা কাজ করছি। এ এলাকার মানুষের সুখদুখ-হাসিকান্নার অনুভূতি আমরা বুঝি। গত ১৯ বছর মানুষের কাছাকাছি যেতে পারিনি। তাই ঘরে ঘরে জনে জনে কর্মসূচির মাধ্যমে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। আমরা বিশ^াস করি আগামী নির্বাচনে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে সর্বস্তরের মানুষ বিএনপিকেই জয়যুক্ত করবে।’
ইকবাল হোসাইন বলেন, ‘আমরা দীর্ঘদিন থেকেই মানুষের ঘরে ঘরে যাচ্ছি। তাদের সুখে দুখে পাশে থেকেছি। আশা করি সর্বস্তরের মানুষ আমাদের কার্যক্রম মূল্যায়ন করবে। এবার এ আসনে জামায়াত প্রার্থীই নির্বাচিত হবেন ইনশাল্লাহ।’
জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, এনসিপি নেতা সারজিস আলম তাঁর এলাকায় বেশ তৎপর হয়ে ওঠেন। তাঁর বাড়ি পঞ্চগড়-১ আসনের আটোয়ারী উপজেলায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের সমন্বয়ে গঠিত নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজনীতির মাঠে আত্মপ্রকাশের পর তিনি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পান। এ আসনে তিনি প্রার্থী হবেন কি না এখনো কিছু বলেননি।