গাজাকে দ্রুত পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেছেন, গাজা এখন সুস্থ হয়ে ওঠা ও পুনর্গঠনের জন্য জরুরি পদক্ষেপের অপেক্ষায় আছে। শুক্রবার ইস্তাম্বুলে অনুষ্ঠিত পঞ্চম তুরস্ক-আফ্রিকা ব্যবসা ও অর্থনৈতিক ফোরামে এ কথা বলেন তিনি।
এরদোগান বলেন, ‘ইসরায়েলের অতীত আচরণ ভালো নয়। তাই আমরা সতর্ক রয়েছি, কারণ গাজার এখন দ্রুত পুনর্গঠন প্রয়োজন।’ তিনি আরও বলেন, হামাস-ইসরায়েল চুক্তি যাতে দীর্ঘস্থায়ী হয় এবং স্থায়ী শান্তির পথ প্রশস্ত করে, সে জন্য তুরস্ক সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সুদানের চলমান সংঘাত প্রসঙ্গে এরদোগান বলেন, সেখানে রক্তপাত ও সহিংসতায় তুরস্ক গভীরভাবে ব্যথিত। তিনি দ্রুত যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি কামনা করেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার সমালোচনা করে এরদোগান বলেন, ‘সুদানের এই মানবিক বিপর্যয়ে যথেষ্ট মনোযোগ দেওয়া হয়নি। রক্তপাত বন্ধ করা মানবতার দায়িত্ব।’ -মিডল ইস্ট মনিটর
তিনি আরও বলেন, ‘দুঃখজনকভাবে পশ্চিমা বিশ্ব আফ্রিকার গৃহযুদ্ধ, সংঘাত ও বিরোধগুলোকে যেন ওই মহাদেশের নিয়তি হিসেবেই দেখে।’-মিডল ইস্ট মনিটর