জেলেদের কারাদন্ড ও জরিমানা করেও থামানো যাচ্ছে না মা ইলিশ শিকার। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরায় গত দুই সপ্তাহে বরিশাল বিভাগের ছয় জেলায় ৫৪১ জেলেকে কারাদন্ড দেওয়া হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে ২১ লাখ টাকার বেশি। বরিশাল বিভাগীয় মৎস্য অধিপ্তর জানিয়েছে, গত দুই সপ্তাহে ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল ও ভোলা জেলায় ৬৫৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের সময় আটক নৌকাসহ বিভিন্ন সরঞ্জাম নিলামে বিক্রির মাধ্যমে পাওয়া গেছে ৬ লাখ ৯০ হাজার ৬০০ টাকা। এ ছাড়া ৮৫ লাখ ৭৬ হাজার ৬০০ মিটার কারেন্ট জাল পুড়িয়ে দেওয়া হয়েছে। ৩ হাজার ৮০৭ কেজি ইলিশ বিতরণ করা হয়েছে দুস্থ ও এতিমখানায়। মৎস্য কর্মকর্তারা জানান, বিগত বছরের চেয়ে এবার নিষেধাজ্ঞা অমান্য করার প্রবণতা বেশি। জেলেরা মারমুখী হয়ে উঠছে। তারা দল বেঁধে মাছ শিকারে নেমে পড়ছে। জেল-জরিমানা করেও প্রতিরোধ করা যাচ্ছে না। অভিযানিক দলের ওপরও হামলা করছে।