মেহেরপুরে বিএনপির উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত বুড়িপোতা ইউনিয়নের হরিরামপুর প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করা হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন।
কুষ্টিয়া ল্যাব কেয়ারের যৌথ ব্যবস্থাপনায় ১৭ জন বিশেষজ্ঞ চিকিৎসক সহস্রাধিক অসহায় মানুষকে চিকিৎসাসেবা দেন।