বরিশাল সদর উপজেলার চরমোনাইয়ে মা ইলিশ রক্ষা অভিযানে প্রশাসনের দলের ওপর জেলেরা হামলা চালিয়েছেন। আত্মরক্ষার্থে আনসার সদস্যরা ২০ রাউন্ড গুলি ছোড়েন। এতে একাধিক জেলে গুলিবিদ্ধ হন।
গতকাল বিকালে কালাবদর নদে এ ঘটনা ঘটে। সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম জানান, বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপনকান্তি ঘোষ ও সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জামাল হোসাইন তিনটি স্পিডবোট নিয়ে কালাবদর নদে অভিযান চালান। বিকাল সোয়া ৫টার দিকে একটি নৌকা থেকে জাল ফেলতে দেখা গেলে আভিযানিক দলটি ধাওয়া করে। তখন জেলেরা নৌকা নিয়ে পালিয়ে যান। এরপর নদে ফেলা জাল উত্তোলনের সময় সাত-আটটি নৌকায় ৫০-৬০ জন জেলে লাঠিসোঁটা ও ইট নিয়ে অভিযানকারীদের ওপর চড়াও হন। আত্মরক্ষার জন্য সঙ্গে থাকা আনসার সদস্যরা গুলি ছোড়েন।
আজহারুল ইসলাম বলেন, ‘জেলেরা গুলির মধ্যেও আমাদের স্পিডবোটের ওপর হামলা অব্যাহত রেখেছিলেন। পরে গুলিতে কয়েকজন আহত হলে তাঁরা পালিয়ে যান। গুলিতে আহত একজন মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছেন বলে জেনেছি। ঠিক কতজন আহত হয়েছেন, তা নিশ্চিত নই।’
সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন বলেন, ‘হামলাকারীদের কাউকে চিনতে পারিনি। তাই আপাতত কোনো আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না।’