পঞ্চগড়ে ক্রিয়েটিভ সাইন্স ক্লাবের আয়োজনে দিনব্যাপী সাইন্স ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল থেকে বি পি সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ ফেস্ট হয়। এতে জেলার ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রজেক্ট নিয়ে অংশগ্রহণ করে। এ ছড়া বিতর্ক ও রচনা প্রতিযোগিতা, বিজ্ঞান বিষয়ে দেওয়াল লিখনসহ বিজ্ঞানবিষয়ক প্রতিযোগিতা হয়।
ফেস্টে বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। ক্রিয়েটিভ সাইন্স ক্লাবের তন্ময় সিয়াম জানান, দেওয়াল লিখন ও নতুন প্রজেক্ট তৈরি করে স্টলগুলোতে প্রদর্শন করা হয়েছে। এতে সবার মধ্যে বিজ্ঞান নিয়ে পজিটিভ চিন্তাধারা তৈরি হয়েছে। বর্তমানে প্রযুক্তির সর্বোচ্চ প্রাসঙ্গিক এআই এর সুফল ও কুফল নিয়ে বিতর্ক অনুষ্ঠিত হয়েছে।