কুমিল্লার চৌদ্দগ্রামে দুই ছাত্রের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিবাদ করায় মাদরাসা সুপারের বেত্রাঘাতের শিকার হয়েছেন এক অভিভাবক। গতকাল উপজেলার মুন্সীরহাট ইকরা মাদরাসায় এ ঘটনা ঘটে। পরে অন্য ছাত্রদের অভিভাবকরা একত্র হয়ে প্রতিবাদ করলে গা ঢাকা দেন সুপার মাওলানা হাবিবুর রহমান। জানা গেছে, মুন্সীরহাট ইকরা মাদরাসায় শুক্রবার রাতের খাবারে আলু ভাজির পরিবর্তে আলু ভর্তা দেন কর্তৃপক্ষ। বিষয়টি পরিবারকে ফোনে জানায় ষষ্ঠ শ্রেণির ছাত্র দুই ভাই তানভীর আলম ও মাহিয়ান। গতকাল তাদের অভিভাবক আলাউদ্দিন বিষয়টি নিয়ে মাদরাসা সুপারের সঙ্গে কথা বলতে যান। তখন মাদরাসা সুপার উত্তেজিত হয়ে আলাউদ্দিনকে এলোপাতাড়ি বেত্রাঘাত করেন। চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন বলেন, ৯৯৯-এ কল পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ওই অভিভাবককে উদ্ধার করে।