মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংঘাত নিয়ে মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, আফগান-পাকিস্তান যুদ্ধ সমাধান করা হবে তাঁর “নম্বর ৯” লক্ষ্য, যা তাঁর দাবি অনুযায়ী সহজেই সমাধানযোগ্য।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “যদিও আমি জানি পাকিস্তান আফগানিস্তানে কিছু কার্যক্রম চালাচ্ছে, এটি এমন কিছু, যা আমি চাইলে সহজেই মিটিয়ে ফেলতে পারি। আপাতত আমাকে যুক্তরাষ্ট্র পরিচালনা করতে হচ্ছে, কিন্তু যুদ্ধ সমাধান করতে আমি আগ্রহী।”
ট্রাম্প আরও দাবি করেন, তিনি ইতিমধ্যেই আটটি যুদ্ধ সমাধান করেছেন। এর মধ্যে রয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক শক্তিধর দেশগুলোর শান্তিচুক্তি। যদিও ভারতের পক্ষ থেকে এই দাবি প্রত্যাখ্যান করা হয়েছে। ভারত বারবার জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির সমঝোতা দুই দেশের মিলিটারি অপারেশন ডিরেক্টর জেনারেলদের আলোচনার মাধ্যমে সম্পন্ন হয়।
তিনি আক্ষেপ করে বলেন, “আমি আটটি যুদ্ধ সমাধান করেছি, কিন্তু নোবেল শান্তি পুরস্কার পাইনি। একজন নারী পুরস্কার পেয়েছেন। আমি পাত্তা দিই না; আমি জীবন বাঁচানোর দিকে মনোযোগ দিই। আফগান-পাকিস্তান সংঘাত হবে আমার নবম লক্ষ্য।”
পাক-আফগান সীমান্ত পরিস্থিতি
গত ১১ অক্টোবর আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। তালেবান অভিযোগ করেছে, পাকিস্তান ৮ অক্টোবর কাবুল ও পাকতিকা প্রদেশে বিমান হামলা চালায়। প্রতিশোধ হিসেবে আফগান বাহিনী শনিবার পাল্টা হামলা চালায়, যেখানে অন্তত ৫৮ পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে দাবি কাবুলের।
পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, তাদের ২৩ সেনা শহীদ হয়েছেন। তবে আফগান-পক্ষের পাল্টা হামলায় ২০০ তালেবান ও সহযোগী যোদ্ধা নিহত হয়েছে। এই পাল্টাপাল্টি সংঘর্ষ প্রায় চার দিন ধরে থেমে থেমে চলেছে। সর্বশেষ বুধবার সীমান্ত এলাকায় অন্তত ২১ জন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন।
বিডি প্রতিদিন/আশিক