লাতিন আমেরিকার দেশ পেরুতে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভের সময় অন্তত একজন নিহত হয়েছেন। এ ছাড়া এতে শতাধিক আহত হয়েছেন। সহিংস বিক্ষোভের জেরে পেরুর সরকার শুক্রবার দেশটির রাজধানী লিমার পুলিশ প্রধানকে বরখাস্ত করেছে।
পেরুর জেন-জিদের এই বিক্ষোভে অংশ নেওয়া লোকজন দেশের রাজনৈতিক নেতৃত্বের কাছে অপরাধ ও দুর্নীতি দমনে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন। এদিকে, জেন-জি যুব সংঘ কর্তৃক আয়োজিত বুধবারের বিক্ষোভের তদন্তের ফলাফলের অপেক্ষায় থাকা জেনারেল এনরিক ফেলিপ মনরয়কে বরখাস্ত করা হয়েছে। সহিংস ওই বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত হয় এক বিক্ষোভকারী।
জেনারেল এনরিক ফেলিপ মনরয় ২০২৪ সালের জানুয়ারি থেকে লিমার পুলিশ প্রধান হিসাবে দায়িত্বে ছিলেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত জাতীয় পুলিশ কমান্ডার অস্কার অ্যারিওলা মনরয়কে বরখাস্ত করার ঘোষণা দেন এবং জেনারেল ম্যানুয়েল ভিদার্তেকে মনরয়ের স্থলাভিষিক্ত করা হয়।
দুর্নীতি ও চুক্তিভিত্তিক হত্যা ও চাঁদাবাজির ঢেউ সামলাতে ব্যর্থতার কারণে লিমা কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভে উত্তাল। সহিংস অপরাধ মোকাবেলায় ব্যর্থতার জন্য দেশটির অত্যন্ত অজনপ্রিয় প্রাক্তন প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তেকে গত সপ্তাহে কংগ্রেস কর্তৃক অভিশংসিত করা হয়েছে। আগামী এপ্রিলে অনুষ্ঠেয় নির্বাচনে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত সংসদের স্পিকার জোসে জেরি অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন। জেরি বলেছেন, অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে বিক্ষোভকারীদের মাঝে অপরাধীরা অনুপ্রবেশ করেছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে বিক্ষোভকারীর প্রাণহানির ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, তিনি বিক্ষোভকারী এদুয়ার্দো রুইজ সায়েঞ্জের মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করছেন। তবে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কোন তথ্য জানাননি তিনি। সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান
বিডি প্রতিদিন/এএম