মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়ীয়া গ্রামে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে রিপন আলী (৩৫) নামে এক বিএনপি কর্মী গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত রিপন আলী ওই গ্রামের খেদের আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সকালে খেদের আলী বাড়ির পাশের এক চায়ের দোকানে স্থানীয় বিএনপি নেতাদের মনোনয়ন প্রসঙ্গে আলোচনা করছিলেন। তিনি বলেন, ‘এবার গাংনীতে মনোনয়ন পাবেন আমজাদ হোসেন, আর মেহেরপুরে মাসুদ আরুন।’ এ সময় দোকানে উপস্থিত কয়েকজনের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা হয়। পরে খেদের আলী বাড়ি ফিরে আসেন।
কিছুক্ষণ পর আকুব আলী নামে একজন তাঁর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় খেদের আলীর বড় ছেলে রিপন আলী বিষয়টি নিয়ে কথা বলেন। একপর্যায়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হলে আকুব আলী হাতে থাকা দেশীয় অস্ত্র (হাসুয়া) দিয়ে রিপনের গলায় কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত রিপন আলীকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাসুদ রানা বলেন, রিপন আলীর গলায় গভীর ক্ষত হয়েছে। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল