বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ও পৌর শাখা কৃষক দলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা কৃষক দলের আহ্বায়ক হাজী মো. জহিরুল হক জরু মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক কে. এম. মামুন অর রশিদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নবীনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. আনোয়ার হোসেন বাবুল। প্রশিক্ষণ বিষয়ক আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগের কেন্দ্রীয় সংসদের কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. এনায়েত উল্লাহ খোকন।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক আবু শামীম মো. আরিফ, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ও কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সদস্য মো. সাইফুল হক, জেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ জিল্লুর রহমান, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আল-আমিন, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সদস্য মো. কামাল হোসেন, নবীনগর পৌর কৃষক দলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন, পৌর কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ আনোয়ার খানসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে কে. এম. মামুন অর রশিদ বলেন, ‘আমি কৃষকদের নিয়ে নবীনগরে বাঁচতে চাই, আমি আপনাদের সাথে নিয়ে থাকতে চাই। দল কাকে মনোনয়ন দেবে, তা আমাদের জানা নেই। তবে যাকেই মনোনয়ন দেওয়া হোক, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
বিডি প্রতিদিন/জামশেদ