ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ভেনেজুয়েলার নাগরিক মারিয়া করিনা মাচাদো।
শুক্রবার ওই ফোনালাপে তিনি ‘নিপীড়ক বাহিনী’র বিরুদ্ধে ইসরায়েলের লড়াইয়ের প্রশংসা করেন।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এক্স বার্তায় এ তথ্য নিজেই জানিয়েছেন মাচাদো। এছাড়া নেতানিয়াহুর অফিসও এ তথ্য নিশ্চিত করেছে। নেতানিয়াহুকে মাচাদো বলেছেন, যুদ্ধের সময় নেতানিয়াহুর সিদ্ধান্ত এবং দৃঢ় পদক্ষেপের জন্য তিনি অত্যন্ত কৃতজ্ঞ। একই সঙ্গে গাজায় জিম্মিদের মুক্তির জন্য করা চুক্তির প্রশংসাও করেন তিনি।
তবে এক্স বার্তায় ইসরায়েল এবং গাজার বিষয়ে সরাসরি কোনও কথা লেখেননি মাচাদো। ওই পোস্টে তিনি খুব সাবধানে শব্দচয়ন করেছেন। তিনি লেখেন, ভেনেজুয়েলার নাগরিকরা জানে যে শান্তি অর্জনের জন্য আমাদের বিরোধিতাকারী সর্বগ্রাসী শক্তির বিরুদ্ধে দাঁড়ানোর জন্য অপরিসীম সাহস, শক্তি এবং নৈতিক স্পষ্টতার প্রয়োজন।
তিনি জানান, আমরা যেমন ভেনেজুয়েলায় স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য লড়াই করি তেমনি মধ্যপ্রাচ্যের সমস্ত জাতি ভবিষ্যৎ মর্যাদা, ন্যায়বিচার এবং আশার ওপর প্রতিষ্ঠিত হওয়ার অধিকার রাখে।
তবে তিনি সরাসরি ইরানি শাসনব্যবস্থার সমালোচনা করে দেশটিকে মাদুরোর একজন প্রধান সমর্থক হিসেবে অভিহিত করেছেন, যারা হিজবুল্লাহ ও হুথিদের মতো সন্ত্রাসী সংগঠনগুলোকেও সমর্থন করে। মূলত ভেনেজুয়েলার শাসক নিকোলাস মাদুরোর বিরুদ্ধে প্রতিরোধে নেতৃত্ব দেওয়ার জন্য শান্তিতে এ বছর নোবেল পুরস্কার জিতেছেন মাচাদো। সূত্র: আল-আরাবিয়া
বিডি প্রতিদিন/একেএ