রাজধানীর উত্তরায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
পথচারী শামসুদ্দিন শিপন জানান, সকালে ওই ব্যক্তি রেললাইনে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা টঙ্গীগামী ট্রেনটি তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যান। পরে দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিপন আরও জানান, নিহত ব্যক্তিকে প্রায়ই ওই এলাকায় ভবঘুরে অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যেত। এখনো তার পরিচয় জানা যায়নি। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর এবং তার পরনে ছিল ময়লাযুক্ত জিন্স প্যান্ট।
ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বলেন, ‘মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে জানানো হয়েছে।’
বিডি-প্রতিদিন/আশফাক