গোপালগঞ্জ-ঢাকা এবং ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলার স্থানীয় বাসিন্দারা।
শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় গোপালগঞ্জ রেল স্টেশন প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে গোপালগঞ্জবাসীর দাবি- এই রুটে অন্তত একটি যাত্রীবাহী ট্রেন চালু করা হোক। এতে শুধু গোপালগঞ্জ নয়, আশেপাশের জেলার বেশ কয়েকটি উপজেলার মানুষও উপকৃত হবেন।
জানা যায়, এর আগে গোপালগঞ্জের জেলা প্রশাসক এই বিষয়ে রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি চিঠি প্রেরণ করেছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা মো. ফাওজুল কবির, জামিল আহামেদ, লুৎফর রহমান মোল্লা, গোলাম রছুলসহ অনেকে।
স্থানীয়দের মতে, গোপালগঞ্জ-ঢাকা রুটে রেল চালু হলে একদিকে যেমন সাধারণ মানুষ স্বল্প খরচে ও নিরাপদে যাতায়াতের সুযোগ পাবেন, অন্যদিকে রেলওয়ের জন্য এটি একটি লাভজনক রুটে পরিণত হবে।
বিডি প্রতিদিন/জামশেদ