ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অশ্লীল ভাষায় কঠোর সমালোচনা করেছেন। ট্রাম্প জানান, ওয়াশিংটনের সঙ্গে উত্তেজনা কমাতে বড় ধরনের ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছেন মাদুরো।
শুক্রবার হোয়াইট হাউসে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প জানিয়েছেন, 'তিনি সব কিছু প্রস্তাব করেছেন, জানেন কেন? কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে গরমিল করতে চান না তিনি (মাদুরো)।' ডোনাল্ড ট্রাম্প এই বক্তব্য দিতে গিয়ে অশ্লীল ইংরেজি শব্দ ব্যবহার করেন।
এর আগে গত বুধবার ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএকে ভেনেজুয়েলায় গোপন অভিযান চালানোর অনুমোদন দিয়েছেন। প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস প্রথম এ নির্দেশ দেওয়া নিয়ে খবর প্রকাশ করেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এতে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য হলো, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে ক্ষমতাচ্যুত করা। ট্রাম্প আরও বলেন, তাঁর প্রশাসন ভেনেজুয়েলায় স্থল হামলার পরিকল্পনার কথা ভাবছে। সম্প্রতি ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলার জাহাজে একাধিক মার্কিন হামলা এবং এ অঞ্চলে সেনা মোতায়েন করার পর উত্তেজনা দ্রুত বেড়েছে দুই দেশের মধ্যে।
এদিকে, ওয়াশিংটন মাদুরোর বিরুদ্ধে মাদকচক্র পরিচালনার অভিযোগ এনেছে এবং সেই কারণে অঞ্চলটিতে মার্কিন সামরিক উপস্থিতি জোরদার করেছে। এর মধ্যে রয়েছে স্টিলথ যুদ্ধবিমান এবং সাতটি মার্কিন নৌবাহিনীর জাহাজ। এটি যুক্তরাষ্ট্রের তথাকথিত মাদকবিরোধী অভিযানের অংশ। এছাড়াও ক্যারিবিয়ান সাগরে বেশ কয়েকটি সন্দেহভাজন মাদক পাচারকারী নৌযানে হামলা চালায় যুক্তরাষ্ট্র, এতে নিহত হন ২০ জনের বেশি।
সাংবাদিকদের প্রশ্নে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, হামলায় কেউ বেঁচে আছে কি না তা এখনই নিশ্চিত নয়। বিস্তারিত তথ্য পরে জানানো হবে। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র প্রমাণ দেয়নি যে যাদের ওপর হামলা হয়েছে তারা সত্যিই মাদক পাচারকারী ছিল। বিশেষজ্ঞরা বলছেন, প্রমাণ ছাড়া এই ধরনের তাৎক্ষণিক হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনে অবৈধ, এমনকি তারা যদি প্রকৃতপক্ষে অপরাধীও হয়। তবে ট্রাম্প বারবার অভিযোগ করেছেন, মাদুরোর প্রশাসন ভেনেজুয়েলার মাদক চক্রগুলোর পেছনে রয়েছে; যদিও মার্কিন গোয়েন্দা সংস্থা নিজেও বলেছে, এর কোনো প্রমাণ নেই। সূত্র: নিউইয়র্ক টাইমস, সিবিএস নিউজ
বিডি প্রতিদিন/এএম