বহিষ্কারাদেশ প্রত্যাহার করা না হলে আমরণ অনশনের হুমকি দিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলা বিভাগের শিক্ষার্থী মো. মোবারক হোসেন নোমান। গতকাল খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। লিখিত বক্তব্যে মোবারক হোসেন নোমান বলেন, গত ২ মে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীকে আম পাড়ার অজুহাতে ডিএসএ অফিসে ডেকে মুচলেকা দিতে বাধ্য করা হয়। তাদের আম চোর, পারিবারিক শিক্ষাদীক্ষা নেই, সন্ত্রাসী, মব ইত্যাদি বলে অপমানিত করেন। এ অমানবিক আচরণের প্রতিবাদে আমরা প্রশাসনিক ভবনের পাশে প্রতীকীভাবে আম পাড়তে যাই। সেখানে কিছু শিক্ষক আমাদের গালাগাল ও হুমকি দেন। একপর্যায়ে আমাকে ধাক্কা মারতে মারতে একজন শিক্ষক পড়ে যান। এ ক্ষুদ্র ঘটনাকেই বিকৃতভাবে প্রচার করে আমার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
তিনি আরও বলেন, এ মামলায় গত ১৩ মে আমাকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি জামিনে মুক্ত হন। এদিকে মামলায় পুলিশ রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, সাক্ষ্যপ্রমাণ ও ভিকটিমের চিকিৎসা সনদ পর্যালোচনায় দেখা যায়, আসামি অনধিকার প্রবেশসহ হত্যার উদ্দেশ্যে গুরুতর আঘাত করেনি। সে কারণে ৪৪৭/৩২৫/৩০৭ ধারার অপরাধ প্রমাণিত হয়নি এবং পুলিশ বিজ্ঞ আদালতে আমাকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছে। মামলার তদন্তে আমার বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ পাওয়া না গেলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিকল্পিতভাবে আমার স্নাতক সনদ বাতিল, বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিষিদ্ধ এবং মাস্টার্সের শেষ টার্মে অংশগ্রহণ বাতিল করে দেন।