মিরপুরে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল।
শনিবার দুপুর দেড়টায় শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
আইসিসি র্যাংকিংয়ে বাংলাদেশ বর্তমানে ১০ নম্বরে। যদি ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে পারে ৩-০ ব্যবধানে, তাহলে র্যাংকিংয়ে ৯ নম্বরে চলে আসবে মিরাজবাহিনী।
২০২৭ সালের বিশ্বকাপে সরাসরি খেলতে বাংলাদেশকে সর্বোচ্চ ৯ নম্বরে থাকতে হবে। সেটা ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে। এ সময় পর্যন্ত বাংলাদেশ আট সিরিজে ২৪ ওয়ানডে খেলবে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার জন্য যে স্কোয়াড ঘোষণা করেছেন টিম ম্যানেজমেন্ট, সেখানে ফিরেছেন বাঁ হাতি ওপেনার সৌম্য সরকার। মিডল অর্ডার শক্তিশালী করতে আছেন মাইদুল ইসলাম অঙ্কন।
তবে টাইগারদের সবচেয়ে বড় সমস্যা এখন ব্যাটিং লাইনআপ। সৌম্য দলে ফিরেছেন, ফলে সম্ভবত তানজিদ তামিমকে বেঞ্চে থাকতে হতে পারে। ওপেনার হিসেবে সাইফ হাসান প্রায় নিশ্চিত, তবে বড় ইনিংস খেলে নিজের অবস্থান শক্ত করার দিকে নজর দিতে হবে তাকে।
নজমুল হোসেন শান্তর ফর্ম এখনও উদ্বেগের কারণ, যদিও তাকে বাড়তি সুযোগ দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক এবং নুরুল হাসান সোহানও আফগানিস্তানের বিপক্ষে রান পেতে ব্যর্থ হয়েছিলেন। মিরাজ কিছু রান করলেও তার স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠেছে।
এই অবস্থায় নতুন মুখ অঙ্কনকে দলে নেওয়া হয়েছে এবং শামীম হোসেন পাটোয়ারীও বিকল্প হিসেবে আছেন।
বাংলাদেশের একমাত্র ভরসা তাদের বোলিং আক্রমণ। পেসাররা নিয়মিত রোটেশনে ভালো পারফরম করছে, আর স্পিন বিভাগে রিশাদ হোসেন ও তানভির ইসলাম ধারাবাহিক পারফরমেন্স দেখাচ্ছেন।
দুই দল এখন পর্যন্ত পরস্পরের বিপক্ষে ৪৭ ওয়ানডে খেলেছে। বাংলাদেশের জয় ২১ আর ওয়েস্ট ইন্ডিজের ২৪। দু’টিতে কোনো ফল হয়নি। সবচেয়ে বড় বিষয়, নিজেদের প্রিয় ওয়ানডে ফরম্যাটে মিরাজের নেতৃত্বে সর্বশেষ ১০ ওয়ানডের নয়টিতেই হেরেছে বাংলাদেশ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
সৌম্য সরকার, সাইফ হাসান, নজমুল হোসেন শান্ত, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, নুরুল হাসান (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, নাহিদ রানা, তানভির ইসলাম, হাসান মাহমুদ।
বিডি-প্রতিদিন/বাজিত