ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মহিদুল ইসলাম বলেছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর সেখানকার শৃঙ্খলা রক্ষায় পাঁচ হাজার পুলিশ সদস্য কাজ করছে।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় বিমানবন্দরের ৮ নম্বর গেটের সামনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ডিসি মহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় আমরা শুনেছি অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি যাচাই-বাছাইয়ের জন্য আমরা একজন কর্মকর্তাকে হাসপাতালে পাঠিয়েছি। ঘটনাস্থলের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির বিভিন্ন ইউনিটের মোট পাঁচ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, বিমানবন্দর কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করছে, যেন উদ্ধারকাজ নির্বিঘ্নে সম্পন্ন হয়।
এর আগে দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন কার্গো ভিলেজ এলাকায় আগুন লাগে। খবর পেয়ে বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিটসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বর্তমানে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট কাজ করছে।
প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ যাত্রী ও সংশ্লিষ্ট সবাইকে নিরাপদে থাকার এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিমানবন্দর এলাকায় অপ্রয়োজনে ভিড় না করার অনুরোধ জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, অগ্নিনির্বাপণ কার্যক্রম শেষ হলে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে।
বিডি প্রতিদিন/এমআই