চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ের জলাবব্ধতা নিরসন ও ভোগান্তি কমাতে প্রায় ৬১ লাখ টাকা ব্যয়ে ড্রেনেজ সংস্কার কাজে হাত দিয়েছে সিটি করপোরেশন (চসিক)।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে নগরের ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ডের সেন্ট্রাল প্লাজা মার্কেটের সামনে আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
প্রকল্পটির আওতায় ১০৬.৭০ মিটার দৈর্ঘ্যের ড্রেনেজ সংস্কার কাজ করবে চসিক। জিইসি মোড়ের দোকান মালিক ও ব্যবসায়ী এবং সেন্ট্রাল প্লাজার ব্যবসায়ী সমাজের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেন্ট্রাল প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ তহিনুর আলম টিটুর সভাপতিত্বে সভায় চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, চট্টগ্রাম (দক্ষিণ) সিএমপি উপ-পুলিশ কমিশনার মো. আলমগীর হোসেন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা, নির্বাহী প্রকৌশলী ফারজানা মুক্তাসহ অনেকে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন বলেন,নাগরিকদের ভোগান্তি কমাতে সবার সহায়তায় ড্রেনেজ সংস্কার প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে চট্টগ্রাম একটি পরিচ্ছন্ন, আধুনিক ও জলাবদ্ধতামুক্ত শহর হিসেবে গড়ে উঠবে বলে আশা মেয়রের।
চসিক মেয়র আরও বলেন, চসিকের প্রকৌশল বিভাগ নিয়মিত জলাবদ্ধতা নিরসন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের কাজ করে যাচ্ছে। এর সাথে ফুটওভার ব্রিজের কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। কারিগরি কারণে কাজে কিছুটা বিলম্ব হলেও রাতেও কাজ চলছে।
পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথাও জানান ড. শাহাদাত হোসেন।
বিডি প্রতিদিন/কামাল