চট্টগ্রামের বাঁশখালী উপজেলা থেকে অপহৃত হওয়া পাঁচ মাসের শিশুকে অপহরণের চার ঘন্টার মধ্যে উদ্ধার করেছে র্যাব। এসময় শিশুটিকে অপহরণের মূলহোতাকেও গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে পৃথক অভিযানে শিশুটিকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দুপুরে বাঁশখালীতে মনজুর আলম নামক এক ব্যাক্তি তার শিশুপুত্র মো. আদিয়াতকে কোলে নিয়ে বাড়ির উঠানে বসে ছিলেন। এসময় রিদোয়ান নামের তার এক প্রতিবেশি আদিয়াতকে কোলে নিয়ে আদর করতে চায়। পরে শিশুটির বাবা তাকে প্রতিবেশির কোলো দিয়ে বাড়ির পাশে তার দোকানে চলে যান এবং শিশুটিকে মায়ের কাছে দিতে বলেন। কিন্তু বিকাল তিনটার দিকে মনজুর বাড়িতে গিয়ে জানতে পারেন তার পুত্রকে তার স্ত্রীর কাছে নেওয়া হয়নি। এরপর রিদোয়ানের মোবাইলে কল করে তাকে পাওয়া যাচ্ছিলো না। পরে খোঁজ নিয়ে জানতে পারেন শিশুটিকে রিকশাযোগে রিদোয়ান নিয়ে গেছে। এই ঘটনায় মনজুর বাঁশখালী থানায় অপহরণ মামলা দায়ের করেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসাইন জানান, অভিযোগ পেয়ে র্যাব-৭ এর একটি দল অভিযানে নামে। পরে সন্ধ্যার পর চট্টগ্রাম নগরীর দেবপাহাড় এলাকায় অভিযান চালিয়ে অপহরণ চক্রের মূল পরিকল্পনাকারী পটিয়া উপজেলার বাসিন্দা আমিনুল ইসলামকে (৪১) গ্রেপ্তার করা হয়। পরে আমিনুল জানায়- তার বোন রোবাইদা সুলতানার সন্তান না থাকায় সে তার পূর্ব পরিচিত রিদোয়ানকে দিয়ে এই পরিকল্পনা করে। শিশুটিকে অপহরণ করে রিদোয়ান চন্দনাইশ উপজেলায় অবস্থান করা রোবাইদার কাছে পৌঁছে দিয়ে বিনিময়ে ১ লাখ ২০ হাজার টাকা নেয়। গ্রেপ্তারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান মোজাফফর।
বিডি প্রতিদিন/এএম