সিলেটে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিশেষ অভিযানে ৩২ ঘণ্টায় ৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে বৈষম্যবিরোধী আন্দোলনের আসামি, মাদক কারবারি, ছিনতাইকারী, চোরাকারবারি, জুয়াড়ি ও নিয়মিত মামলার আসামি রয়েছে।
অভিযানকারে উদ্ধার করা হয় ৪৩৭ পিস ইয়াবা, ৪০০ গ্রাম গাঁজা, ৯০৪ পিস ভারতীয় চকলেট, ৩৬৩ পিস সাবান, ৪ লক্ষ ২০ হাজার পিস নাছির বিড়ি। এসময় একটি গাড়িও আটক করা হয়।
এ বিষয়ে এসএমপির মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সিলেট মহানগর এলাকায় চলমান অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএম