‘সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে ধারণ করে নীলফামারীতে র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে বিশ্ব সাদাছড়ি দিবস পালিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) এই উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাড্য র্যালি বের করা করা হয়।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারো জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভায় অংশ নেয় অতিথিরা।
সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দীকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা শাহজাহান আলী।
এসময় অন্যানের মধ্যে নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ, সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক নুসরাত ফাতেমা, প্রবেশন কর্মকর্তা ফরহাদ হোসেন ও শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা হৃদয় হোসেন বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে পাঁচজন দৃষ্টি প্রতিবন্ধীর হাতে পাঁচটি সাদাছড়ি তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
বিডি প্রতিদিন/কামাল