ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীণবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় কলেজের অডিটরিয়ামে কলেজের সভাপতি মাহমুদ হোসেনের সভাপতিত্বে ও কলেজ শিক্ষক আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, জেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র হাফিজুর রহমান মোল্ল কচি, সহ-সভাপতি এবিএম মমিনুল হক, উপজেলা বিএনপির সভাপতি মো. জমির হোসেন দস্তগীর প্রমুখ।
এছাড়াও জেলা-উপজেলা বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যক্ষ মো. আবদুস ছাত্তার সরকার। অনুষ্ঠানে কৃতি তিনজন শিক্ষার্থীকে উপহার হিসেবে পাঠ্যপুস্তক এবং নগদ অর্থ প্রদান করা হয়। পরে এক সাংস্কৃতিক মনোমুগ্ধকর পরিবেশে সংগীত পরিবেশন করেন কলেজের অধ্যয়নরত শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/এমআই