দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী (রিং জাল) জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় খয়েরবাড়ী বাজার সংলগ্ন ছোট যমুনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৩০০ মিটার জাল জব্দ করা হয়। পরদিন বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা চত্বরে আগুনে পুড়িয়ে এসব জাল ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনা করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসাহাক আলী। অভিযানে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নদীতে বসানো অবস্থায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল শনাক্ত করা হয়। এ সময় জালের মালিক পালিয়ে যায়। জব্দ করা জালগুলোর সংখ্যা ৬টি, প্রতিটির দৈর্ঘ্য ৫০ মিটার, যার বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।
উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকালে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক জাফর অরিফ চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার জানান, দেশীয় মাছ সংরক্ষণ এবং অবৈধ জাল ব্যবহার রোধে এ অভিযান পরিচালিত হয়েছে। নদীতে পানি কমে যাওয়ায় দেশীয় মাছ বিলুপ্তির পথে, এর সঙ্গে নিষিদ্ধ জাল ব্যবহারে বিভিন্ন জলজ প্রাণী ও উপকারী পোকামাকড়ও হুমকির মুখে পড়ছে। তাই এসব জাল ব্যবহার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী বলেন, ‘নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যদি নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করে, তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।’
বিডি প্রতিদিন/জামশেদ