দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। স্বচ্ছতা রক্ষায় যতজন ভোটার ততটা ব্যালট পেপার থাকবে। এছাড়াও কেন্দ্রে তিন স্তরে ভোটারদের যাচাই করে ভোটগ্রহণ করা হবে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনার ড. মোস্তফা কামাল আকন্দ বলেন, এ নির্বাচনে ভোটারের অতিরিক্ত কোন ব্যালট ছাপানো হয়নি। যতজন ভোটার ততটা ব্যালট। বিশ্ববিদ্যালয়ের বিশ্বস্ত ছাপাখানায় ব্যালট তৈরি হয়েছে। এতে কোনো জালিয়াতির সুযোগ নেই। তিন স্তরে যাচাই শেষে শিক্ষার্থীরা ভোট দিতে পারবে। ভোটার নম্বর, আইডি কার্ড চেকিং ও কম্পিউটার যাচাই এবং সিসিটিভি পর্যবেক্ষণ করা হবে।
কমিশন জানিয়েছে, নির্বাচনে ২৮ হাজার ৯০১ জন ভোটার ৮৬০ জন প্রার্থীর পক্ষে ভোটাধিকার প্রয়োগ করবে। ৯ অ্যাকাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রে ৯৯০টি বুথ থাকবে। প্রধান নির্বাচন কমিশনারসহ ৭ জন কমিশনার এবং একজন প্রধান রিটার্নিং অফিসারসহ ৭ জন রিটার্নিং অফিসার নির্বাচন পরিচালনা করবেন। ২১২ জন শিক্ষক ভোটগ্রহণ করবেন। আবাসিক হলের ১৭ জন প্রাধ্যক্ষ প্রিসাইডিং অফিসার ও আবাসিক শিক্ষকরা সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। পোলিং অফিসার থাকবেন ৯১ জন। ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তায় ২ হাজার পুলিশ, ৬ প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র্যাব। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
রাকসুর কেন্দ্রীয় সংসদে ২৩ পদে ৩০৫ জন প্রার্থী, ১৭টি হল সংসদের ২৫৫ পদে ৫৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। মোট ভোটারের ৩৯.১% নারী এবং ৬০.৯% পুরুষ।
বিডি-প্রতিদিন/বাজিত