বগুড়ার শেরপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মনজুরুল আলম। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে তিনি বিদায়ী ইউএনও মো. আশিক খানের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়ে নতুন কর্মস্থলে যোগদান করেন।
দায়িত্ব গ্রহণের আগে তিনি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ৩৫তম বিসিএস কর্মকর্তা মনজুরুল আলম ২০২৩ সালের ১ অক্টোবর আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগ দেন। প্রশাসনিক অভিজ্ঞতা ও দায়িত্বশীলতার ধারাবাহিকতায় শেরপুর উপজেলায় তাঁর আগমনকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/জামশেদ