যুদ্ধবিরতি উপেক্ষা করে আবারও গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। নতুন করে দুটি পৃথক হামলার ঘটনায় অন্তত ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর আল-জাজিরার।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার গাজা সিটির পৃথক দু’স্থানে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন ৯ জন। নিহতরা গাজা সিটি হয়ে নিজ নিজ বাসায় ফিরছিলেন। এমন সময়ই এই হামলার ঘটনা ঘটে।
আইডিএফের দাবি, সেনা সদস্যদের খুব কাছাকাছি এসে পড়েছিলেন কয়েকজন। সন্দেহভাজন হিসেবে তাই তাদের গুলি ছোড়া হয়। অপরদিকে, মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ।
এর আগে, যুদ্ধবিরতির আওতায় গত ১৩ অক্টোবর ২০ জন ইসরায়েলি জিম্মিকে জীবিত অবস্থায় মুক্তি দেয় হামাস। অপরদিকে, গুরুতর সাজাপ্রাপ্ত আড়াইশ বন্দিসহ আরও ১৯শ’ ফিলিস্তিনিকে মুক্তি দেয় তেল-আবিব।
বিডি-প্রতিদিন/শআ