গত বিশ্বকাপের চমক মরক্কো এবার বিশ্বকাপের দিকে এগিয়ে যাওয়ার পথেই গড়ে ফেলল অসাধারণ এক কীর্তি। অপ্রতিরোধ্য জয়রথে ছুটে দলটি পৌঁছে গেল এমন ঠিকানায়, যেখানে আগে পা পড়েনি আর কোনও দলের।
কোনও জাতীয় দলের টানা সবচেয়ে বেশি জয়ের বিশ্বরেকর্ড এখন এককভাবে মরক্কোর। আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে স্পেনকে ছাড়িয়ে যায় তারা। এই নিয়ে টানা ১৬ ম্যাচে জয়ের দেখা পেল আটলাস লায়ন্স নামে খ্যাত দলটি। স্পেনের রেকর্ড ছিল টানা ১৫ ম্যাচের।
কঙ্গোর বিপক্ষে এই জয় দিয়ে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে বিশ্বকাপ বাছাই শেষ করল মরক্কো। বেশ আগেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করে ফেলা দলটি ‘ই’ গ্রুপে আট ম্যাচের সবকটিই জিতল।
মরক্কো সবশেষ জিততে পারেনি গত বছরের মার্চে। মৌরিতানিয়ার প্রীতি ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। এরপর বিশ্বকাপ বাছাইয়ে সাত ম্যাচ, আফ্রিকা কাপ অব নেশন্স-এর বাছাইয়ে ছয় ম্যাচ ও তিনটি প্রীতি ম্যাচে টানা জয় পেল তারা। ১৯ মাসের এই ছুটে চলায় ১৬ ম্যাচে ৫০ গোল করেছে তারা, হজম করেছে স্রেফ চারটি।
স্পেনের ১৫ জয় ছিল ২০০৮ সালের জুন থেকে ২০০৯ সালের জুন পর্যন্ত। ২০০৮ ইউরোর সেমি-ফাইনালে রাশিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে শুরু হয়েছিল এই ধারা। ২০০৯ কনফেডারেশন্স কাপের সেমি-ফাইনালে যুক্তরাষ্ট্রের কাছে হেরে তা শেষ হয়। টানা জয়ের ১৫ ম্যাচ ৩৯ গোল করেছিল স্পেন, গোল খেয়েছিল মোটে দুইটি। এবার তাদেরকে ছাপিয়ে গেল মরক্কো।
গত অগাস্টে আফ্রিকান নেশন্স চ্যাম্পিয়নশিপ জয়ের পথে ম্যাচগুলি এই জয়ের ধারায় ধরা হয়নি। শুধু দেশে খেলা ফুটবলারদের নিয়ে ‘বি’ সাজিয়ে ওই আসরে চ্যাম্পিয়ন হয় মরক্কো। জয়ের এই ধারা আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে আগামী মাসের প্রীতি ম্যাচগুলোয়। প্রতিপক্ষ অবশ্য এখনও চূড়ান্ত হয়নি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ