রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে ১৬ জনের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
বুধবার ডিসিসিআই পরিচালনা পর্ষদের পক্ষ হতে সভাপতি তাসকীন আহমেদ এ শোক প্রকাশ করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিহতদের রুহের মাগফেরাত কামনা ও তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। এছাড়া অনাকাঙ্ক্ষিত এ অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত আরোগ্য লাভে যথাযথ চিকিৎসা প্রদানে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে।
আরও বলা হয়, ঢাকা চেম্বার ভবিষ্যতে এ ধরনের অগ্নিকাণ্ড রোধে ভবন নির্মাণে অগ্নি নিরাপত্তার মান ও নিয়মনীতি অনুসরণে সকলের প্রতি আহ্বান জানাচ্ছে, একই সাথে ভবন নির্মাণে অগ্নি নিরাপত্তার নিয়ম মেনে চলার বিষয়টি নিশ্চিতকল্পে সরকারসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর উপর জোরারোপ করছে।
দেশের জনগণের জান-মালের নিরাপত্তাকল্পে শিল্পকারখানার পাশাপাশি বাসা-বাড়িতে আরো বেশি হারে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে সচেতনতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণ একান্ত আবশ্যক বলেও যোগ করেছে ডিসিসিআই।
বিডি-প্রতিদিন/শআ