নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস। দিবসটি উপলক্ষে বুধবার (১৫ অক্টোবর) জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
দিনের কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তার আগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে একটি র্যালি বের হয়, যাতে বিভিন্ন সরকারি কর্মকর্তা, সমাজসেবা সংস্থার প্রতিনিধি এবং দৃষ্টিপ্রতিবন্ধীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, ‘দৃষ্টিপ্রতিবন্ধীরা নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তারা কোনো অংশেই পিছিয়ে নেই, বরং চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যাচ্ছেন। তাদের পেশাগত ও আর্থিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে, বিশেষ করে ঋণপ্রাপ্তি প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) মো. ইব্রাহীম হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আসাদুজ্জামান সরদার, সিনিয়র সহকারী কমিশনার টি. এম. রাহসিন কবিরসহ বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা ও কর্মীরা।
বিডি প্রতিদিন/জামশেদ