দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন কমে আজ বুধবার ৪৮৭ কোটি টাকার ঘরে নেমে এসেছে। আগের কর্মদিবস মঙ্গলবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে ছয় হাজার ৯৩৫ কোটি টাকা। এদিন পতন হয়েছে ডিএসইর সব ধরনের সূচকের। প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৮০ পয়েন্ট। এদিন লেনদেনে অংশ নেওয়া ৮৩ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।
ডিএসইতে আজ লেনদেন শুরুর প্রথম তিন মিনিটে সূচক ডিএসইএক্স উত্থান হয় আট পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির উত্থান গতি কমে পতনে ফিরে। লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টা ১৫ মিনিটে সূচক ডিএসইএক্স পতন হয় ৪৭ পয়েন্ট। সেই পতন বৃত্ত পরে আরও বড় হয়। লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের পতন হয় ৮০ দশমিক ৭৫ পয়েন্ট। সূচকটি কমে দিন শেষে দাঁড়ায় পাঁচ হাজার ১১৬ দশমিক ৫১ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ২০ দশমিক ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯১ দশমিক ৩৩ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ২৮ দশমিক ৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৬৭ দশমিক শূন্য পাঁচ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৪৮৭ কোটি ৬২ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ৬০৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৯৮ হাজার ৭২৩ কোটি ১৭ লাখ টাকা। গতকাল মূলধন ছিল সাত লাখ পাঁচ হাজার ৬৫৮ কোটি ৯৬ লাখ টাকা। এদিন লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৩৩টির, কমেছে ৩২৮টির বা ৮২ দশমিক ৮৩ শতাংশ। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৩৫টির। আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ৩২ কোটি ৭১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
বিডি প্রতিদিন/আরাফাত