ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিলের জমিতে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে নিখোঁজের ১৭ ঘণ্টা পর সিদ্দিক খান (৬০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর ইসলাম। এর আগে, মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ১০টার দিকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। ওইদিন সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেলিমনগর গ্রামে নিখোঁজের ঘটনা ঘটে।
নিহত সিদ্দিক খান ওই গ্রামের মৃত সবদর খাঁনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সিদ্দিক খান ও তার ছেলে একরাম খান বিলের কচুরিপানা পরিষ্কার করতে যান। এ সময় মারখালা বিলের খাল পাড়ি দিতে গিয়ে পানির স্রোতে দুজনই তলিয়ে যান। স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে একরাম খানকে জীবিত উদ্ধার করলেও সিদ্দিক খান নিখোঁজ ছিলেন। পরে নবীনগর ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। অবশেষে রাত ১০টার দিকে বিলের পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
ওসি শাহিনুর ইসলাম বলেন, মারখালা বিল থেকে ভাসমান অবস্থায় সিদ্দিক খান নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি সকালে নিখোঁজ হয়েছিলেন।
বিডি-প্রতিদিন/মাইনুল