আফগানিস্তানের বিপক্ষে ধবলধোলাই হওয়ার ক্ষত ভুলে ঘরের মাঠে এবার প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। তিন দিন পর আগামী ১৮ অক্টোবর থেকে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে মিরপুরে শুরু হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ।
বুধবার (১৫ অক্টোবর) সেই সিরিজকে সামনে রেখে টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সর্বনিম্ন ৩০০ টাকায় ইস্টার্ন গ্যালারিতে বসে খেলা দেখা যাবে। ৪০০ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দান গ্যালারির টিকিটের। ক্লাব হাউজের টিকিট মিলবে ৮০০ টাকায়। সর্বোচ্চ মূল্যের টিকিট ইন্টারন্যাশনাল লাউঞ্জের, যার দাম নির্ধারণ করা হয়েছে ৩,৫০০ টাকা।
২,৫০০ টাকা দাম নির্ধারণ করা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ড আপার ও লোয়ারের। ইন্টারন্যাশনাল গ্যালারির নর্থ মিডিয়া ব্লকের টিকিট মিলবে ১,৫০০ টাকায়। পুরো সিরিজের সব টিকিট পাওয়া যাবে gobcbticket.com.bd ওয়েবসাইটে।
টিকিট বিক্রির অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করেও টিকিট কাটা যাবে। সিরিজের ম্যাচ তিনটি ১৮, ২১ এবং ২৩ অক্টোবর। ওয়ানডে সিরিজ শেষে ২৭, ২৯ এবং ৩১ অক্টোবর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
বিডি প্রতিদিন/এমআই