"সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন" এ প্রতিপাদ্যে গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার র্যালি, আলোচনা সভা, দৃষ্টি প্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে স্মার্ট সাদা ছড়ি এবং হুইল চেয়ার বিতরণ করা হয়।
সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের পক্ষ থেকে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ৭ টি স্মার্ট সাদা ছড়ি ও ১০ টি হুইলচেয়ার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক জনাব মুহম্মদ কামরুজ্জামান(যুগ্ম সচিব)।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক বিশ্বজিৎ কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলী বিশ্বাস, গোপালগঞ্জের সিভিল সার্জন ডা: আবু সাঈদ মোহাম্মদ ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মো: জিয়াউল হক, সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক অসিত কুমার সাহা, গোপালগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট (ফিজিওথেরাপি) ও প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা (অ: দা:) ডা: মো:আনিসুজ্জামানসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ, প্রতিবন্ধী স্কুলের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী গণামাধ্যমকর্মী, উপকারভোগী দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিবর্গ।
বিডি প্রতিদিন/এএম