‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে নেত্রকোনায় শুরু হয়েছে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম। তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয় বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায়, শহরের মোক্তারপাড়া মাঠ সংলগ্ন আঞ্জুমান স্কুলের পেছনের পুকুরে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান এবং পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম)।
নেত্রকোনা জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত এবং জেলা প্রশাসনের সহযোগিতায় পরিচালিত এ প্রশিক্ষণ চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে এই কার্যক্রমে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ৩০ জন শিশু অংশ নিয়েছে, যাদের মধ্যে মাত্র দুজন কন্যাশিশু রয়েছে।
প্রশিক্ষণ উদ্বোধনের পূর্বে মোক্তারপাড়া বকুলতলার খালেকদাদ চৌধুরী উন্মুক্ত মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাফিকুজ্জামান। আলোচনায় সাঁতারের গুরুত্ব ও ভবিষ্যৎ প্রজন্মকে সাঁতারে উৎসাহিত করার উপায় নিয়ে বক্তব্য রাখেন জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং জেলা ক্রীড়া কর্মকর্তা সেতু আক্তার।
এ সময় সচেতন অভিভাবক ও নাগরিকরা বলেন, সাঁতার একটি গুরুত্বপূর্ণ জীবনদক্ষতা। প্রতিটি শিশুর জন্য সাঁতার শিক্ষা বাধ্যতামূলক করা হলে তা শিশুদের নিরাপত্তা, শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিডি প্রতিদিন/জামশেদ