ভারতীয় নাগরিকের প্রেমের টানে বাড়ি থেকে পালিয়ে আসা এক তরুণীকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটিয়ারা এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাকে উদ্ধার করা হয়। তবে ভারতীয় নাগরিক পরিচয় দেওয়া ওই যুবক পালিয়ে যান।
র্যাব জানায়, আসাম রাজ্যের বাসিন্দা রেজাউল করিম নামে ওই যুবক প্রতারক এবং মানবপাচারকারী চক্রের সদস্য। উদ্ধার হওয়া তরুণীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব–৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের নাগরিক রেজাউল করিমের সঙ্গে সুনামগঞ্জ সদর উপজেলার হাসাননগর গ্রামের এক তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে তিনি গত ১৩ অক্টোবর তরুণীকে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসেন।
তরুণী নিখোঁজ হওয়ায় তার বড় ভাই সুনামগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে র্যাব–৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা চালায়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব–৯-এর সিপিসি–১ (ব্রাহ্মণবাড়িয়া) ও সিপিসি–৩ (সুনামগঞ্জ) যৌথভাবে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মঙ্গলবার বেলা সোয়া ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের ‘হোটেল থ্রি স্টার আবাসিক’-এর ৫০৭ নম্বর কক্ষ থেকে তরুণীকে উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল