এই মুহূর্তেই একটি নির্বাচিত সরকার দরকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে এ মন্তব্য করেন তিনি।
রুহিন হোসেন প্রিন্স বলেন, গণতন্ত্রের পথে যাত্রার জন্য ভালো ইলেকশন, তার জন্য প্রয়োজনীয় সংস্কার... আর আমাদের যেই কর্তৃত্ববাদী স্বৈরাচারী কাঠামো, এইটা যাতে সবসময় না উঠতে পারে, সেক্ষেত্রে একচুয়ালি অর্থনৈতিক দুর্বৃত্তায়ন ভাঙাটাই প্রধান বিষয়। কিন্তু ওনারা (উপদেষ্টারা) আলোচনার মধ্যে আর ঢুকতে পারেননি শ্বেতপত্র কমিটি করে। কিন্তু সেই জায়গায় কতগুলো গণতান্ত্রিক সংস্কারের প্রস্তাব বা পারলে তারা করবেন— এটাই তো কথা ছিল। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে, ওনারা কাজটাকে অনেক বেশি ছড়িয়ে ফেলানোর পর এবং অনেকের অতিকথন, অপ্রয়োজনীয় কথন আজকে এ ধরনের নতুন একটা সংকট তৈরি করেছে।
তিনি বলেন, যিনি একসময় উপদেষ্টার দায়িত্বে ছিলেন, তার কাছ থেকে আমরা এ ধরনের (সেফ এক্সিট ইস্যু) কথা শুনতে চাই না। কিন্তু যখন একটা জিনিস প্রতিষ্ঠিত হয়ে গেল, আমরা কীভাবে ভালোভাবে এই পথের যাত্রাটা ঠিকমত করে এগিয়ে যাব সেটাই আমাদের প্রশ্ন হওয়া দরকার। রাজনৈতিক দলগুলো তাদের মতো কাজ করছে। আমি যদি মনে করি আমার এজেন্ডাই এখানে প্রতিষ্ঠিত হবে, এটা ভাবার কোনো কারণ নেই।
সিপিবির সাবেক সাধারণ সম্পাদক বলেন, এই মুহূর্তেই দরকার একটা নির্বাচিত সরকার। এছাড়া, অন্য জায়গায় গেলেই নতুন জটিলতা তৈরি হতে পারে। সেটি আমাদের আরেক ধরনের সংকটে ফেলেতে পারে।
বিডি প্রতিদিন/কেএ