সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বাসে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন সেনা সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু আহত হয়েছেন।
বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
রাষ্ট্রীয় টেলিভিশন আল-ইখবারিয়াহর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিস্ফোরণটি দেইর ইজ-জোর ও মায়াদিন শহরের মধ্যবর্তী সড়কে ঘটে। তাৎক্ষণিকভাবে হতহাতদের সংখ্যা নিশ্চিত করে জানানো হয়নি। তবে বলা হয়েছে, বাসটি একটি তেল স্থাপনায় নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাসদস্যদের বহন করছিল।
রিপোর্ট লেখা পর্যন্ত কোনও গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে ওই অঞ্চলটি দীর্ঘদিন ধরেই ২০১৯ সালে পরাজিত ইসলামিক স্টেট (দায়েশ) যোদ্ধাদের স্লিপার সেলের সক্রিয়তার জন্য পরিচিত।
দায়েশ একসময় সিরিয়া ও ইরাকের বিশাল এলাকা নিয়ন্ত্রণ করত, তবে বর্তমানে তারা সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বাধীন সরকারবিরোধী অবস্থান নিয়েছে। সূত্র: আল-জাজিরা
বিডি প্রতিদিন/একেএ