পঞ্চম বিকেএসপি কাপ আমন্ত্রণমূলক আন্তর্জাতিক বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ-২০২৫ শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিকেএসপিতে এই টুর্নামেন্ট শুরু হয়।
বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
প্রতিযোগিতায় ৫টি বিশ্ববিদ্যালয় দল, ১টি একাডেমি দল, ১টি জেলা পর্যায়ের দল ও বিকেএসপি’র ২টি দলসহ মোট ৯টি দল অংশগ্রহণ করছে।
প্রধান অতিথি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল দলকে বিকেএসপিতে স্বাগত জানান এবং টুর্নামেন্টের সফল সমাপ্তির আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী দিনে বিকেএসপি-এ দল ডেফডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ৬৬-২৬ পয়েন্টে এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ ঢাকা ইউনিভার্সিটিকে ৭০-৭১ পয়েন্টে পরাজিত করে সূচনা করে।
প্রতিযোগিতার অন্যান্য দল গুলো হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রজশাহীর ফরহাদ বাস্কেটবল একাডেমি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, খুলনা ক্রীড়া সংস্থা ও বিকেএসপি-বি দল। আগামী ২১ অক্টোবর টুর্নামেন্টের সমাপ্তি হবে।
বিডি-প্রতিদিন/বাজিত