ক্রিকেট মাঠে সাধারণত শান্ত এবং সংযত থাকতে দেখা যায় তাঁকে। তবে সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে চিত্রসাংবাদিকদের ভিড়ে মেজাজ হারালেন ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহ।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, বিমানবন্দর থেকে বের হওয়ার পরই ফটোগ্রাফারদের একটি দল তাকে ঘিরে ধরে। ছবি তোলার জন্য ক্রমাগত অনুরোধ করতে থাকলে বিরক্তি প্রকাশ করেন বিশ্বের অন্যতম সেরা এই জোরে বোলার।
ক্ষুব্ধ বুমরাহ চিত্রসাংবাদিকদের উদ্দেশ্যে স্পষ্টতই বলেন, আমি তো আপনাদের ডাকিনি। আপনারা অন্য কারও জন্য এসেছেন, তিনি হয়তো আসছেন।
তা সত্ত্বেও ছবি তোলার অনুরোধ চলতে থাকে। এমনকি, একজন সাংবাদিক রসিকতা করে বলেন, বুমরাহ ভাই আপনি আমাদের দিওয়ালির বোনাস। তবে সেই মন্তব্যে বিন্দুমাত্রও আমল দেননি বুমরাহ। বরং দ্রুত গাড়ি পর্যন্ত যাওয়ার জন্য অনুরোধ করে বলেন, আরে ভাই দয়া করে আমাকে আমার গাড়ির কাছে যেতে দিন।
বিমানবন্দরে মেজাজ হারানোর আগে, ক্যারিবিয়ানদের বিপক্ষে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনেও আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছিলেন বুমরাহ। ডিআরএস কল তার বিপক্ষে যাওয়ায় আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল তাকে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ব্যাটার ক্যাম্পবেলের প্যাডে বল লাগলে অন-ফিল্ড আম্পায়ার আউট দেননি, যদিও ভারত ডিআরএস নেয়। রিপ্লেতে দেখা যায়, বল স্টাম্প ভাঙত কিন্তু তৃতীয় আম্পায়ার ব্যাট স্পর্শ করার বিষয়ে নিশ্চিত প্রমাণ খুঁজে পাননি। ফলে, অন-ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকে এবং ক্যাম্পবেল বেঁচে যান।
আউটের সুযোগ হাতছাড়া হওয়ায় হতাশা প্রকাশ করে বুমরাহ মাঠ থেকে ফেরার পথে আম্পায়ারকে স্পষ্ট জানান, ইউ নো ইট'স আউট, বাট দ্য টেকনোলজি কান্ট প্রুভ ইট (আপনি জানেন এটা আউট, কিন্তু প্রযুক্তি তা প্রমাণ করতে পারছে না)। তাঁর এই মন্তব্য স্টাম্প মাইকে ধরা পড়েছিল।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল